বন্দরে আ’লীগ কার্যালয় ভাংচুর মামলায় জামিন পেলেন ৬ জন বন্দরে ২৩নং ওয়ার্ডের আওয়ামলীগ কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান দুলালসহ বন্দরে ৬ বিএনপি নেতাকর্মী। গত সোমবার বিজ্ঞ হাইর্কোট ডিভিশন বেঞ্চ এর বিজ্ঞ বিচারক মো. সেলিম এবং মো. রিয়াজ উদ্দিন খানের আদালত থেকে এ জামিন নেন বিএনপি নেতারা। জামিন প্রাপ্ত নেতারা হলেন- বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকার মৃত মজির উদ্দিন মিয়ার ছেলে মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল একই এলাকার মৃত আলহাজ¦ হাফেজ মোঃ নুরুল হকের ছেলে যুবদল নেতা নাজমুল হক রানা, একরামপুর এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার দুই ছেলে বিএনপি নেতা হান্নান ও ইকবাল বন্দর খানবাড়ী এলাকার মৃত মোতালিব খানের ছেলে খান বাবু ও নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আব্দুল খলিল মিয়ার ছেলে রানা । উল্লেখ্য গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর বিএনপি নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, সজিব হোসেন, রাজমুল হক রানা, আজিজুল হক রাজিব, হুমায়ন কবির বুলবুল ও হাবিবুর রহমান দুলালসহ এজাহারভূক্ত ২৪ জন বিএনপি নেতাকর্মীসহ অজ্ঞাত নামা আরো ২৫/৩০জন বিএনপি নেতাকর্মী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বন্দরে ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে অর্তিকিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা ছাত্রলীগ কর্মী সোহেল, কাউছারকে বেদম ভাবে পিটিয়ে কার্যালয়ের ড্রয়ার থেকে ব্যবসায়ী কাজের নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিরা আসভাবপত্র ভাংচুর চালিয়ে দেড় লাখ টাকা টাকা ক্ষতিসাধন করে। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতা নূর মোহাম্মদ পনছেসহ ৪ বিএনপি কর্মীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।