ঢাকারবিবার , ২৭ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

চাষাঢ়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনে ডিসি-এসপি

আবু বকর
নভেম্বর ২৭, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সকালে নগরীর চাষাড়া মোড়ে জিয়া হল প্রাঙ্গনে ওই মেলার শুভ উদ্বোধন করা হয়।মেলার উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে মেলায় বিশেষ স্টলে পুলিশের ডিজিটাল সেবা সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হচ্ছে। এ স্টল থেকে অনলাইনে জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন, ভাড়াটিয়া নিবন্ধন এবং পুলিশের বিভিন্ন সেবার এ্যাপ সম্পর্কে বাস্তবিক জ্ঞান প্রদান ও সরাসরি আবেদন করা যাচ্ছে।অন্ষ্ঠুানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।