ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ধৈর্য্য ধারণ করে ব্যবসা করুন : সেলিম ওসমান

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৮, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসা শেষে দেশে ফেরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।সোমবার (২৮ নভেম্বর) রাজধানী ঢাকায় সেলিম ওসমানের বাস ভবনে ব্যবসায়ীরা গিয়ে তাঁর শাররিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি, ব্যবসায়িক নানান পরামর্শ গ্রহন করেন।নারায়ণগঞ্জের স্থানীয় ও জাতীয় ভিত্তিক সংগঠনের সভাপতিসহ ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজলের নেতৃত্বে ওই সৌজন্য সাক্ষাত করেন। এসময় আর উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইলস ডাইস এন্ড ক্যামিকেল মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ টেক্সটাইলস ডাইস এন্ড ক্যামিকেল মার্চেন্টস এসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, এসোসিয়েশনের সদস্য মজিবুর রহমান, সত্যজিৎ কুমার রায়, সিরাজুল হক হাওলাদার, মো. মাহফুজুর রহমান খান, মজিবুর রহমান সরকার, মো. মুছা, মো. ছানাউল্লাহ ও আইয়ুব আলী উপস্থিত ছিলেন।সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের পাশাপাশি তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ‘র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালকের দায়িত্ব পালন করছেন।দীর্ঘ সময় আলাপচারিতায় সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান বর্তমান অর্থনৈতিক টানপোড়নের সময় ব্যবসায়ীদের ধৈর্য্য ধারণ করে ব্যবসা পরিচালনার উপদেশ দেন। একই সাথেনতিনি আশা প্রকাশ করেন খুব দ্রুতই দেশের অর্থনৈতিক অস্থিরতা কেটে যাবে।দীর্ঘ ১ বছর যাবত মেরুদন্ড জনিত রোগে আক্রান্ত ছিলেন সেলিম ওসমান এমপি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য গত ২৮ অক্টোবর যান তিনি। গত ১ নভেম্বর ও ১১ নভেম্বর পৃথক দু‘টি অপারেশন শেষে ২৪ নভেম্বর বাংলাদেশে ফিরেন।যদিও ডাক্তাররা তাকে আগামী তিন মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে, তাঁর দেশে ফেরার খবর পেয়ে, প্রতিদিনই প্রিয় অভিভাবককে দেখতে ছুঁটে যাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।