ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মাছের খাবারে ৪৩ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৮, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

মাছের খাবারে ৪৩ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার লাইভ নারায়ণগঞ্জ মেঘনা টোল প্লাজা এলাকায় এক যুবককে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। পুলিশের দাবী আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। সোমবার (২৮ নভেম্বর) ভোরে গোপান সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।আটককৃত যুবকের নাম মো. জুয়েল (২৭)। সে কুমিল্লা কোতোয়ালী থানার আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।পুলিশ জানায়, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে, ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে তার দখলে থাকা দুই টনের ট্রাক (সিলেট মেট্রো ন ১১-১৭০৬) এ মাছের খাবারের সাথে থাকা ৬টি বস্তায় এ গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।