ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বক্তাবলী গনহত্যা দিবসে মাহমুদের শ্রদ্ধা

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৯, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

বক্তাবলীগনহত্যা দিবসে মাহমুদের শ্রদ্ধা নগর প্রতিবেদক ১৯৭১ সালের ২৯ই নভেম্বর পাক হানাদার বাহিনীর কর্তৃক নিহত ১৩৯ জন শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানান বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শফিক মাহমুদ। মঙ্গলবার ( ২৯ নভেম্বর ) সকালে বক্তাবলীর কানাইনগরে গনহত্যা স্তম্ভে শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনিশ্রদ্ধা নিবেদন শেষে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শফিক মাহমুদ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার অন্যতম সাক্ষী নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী। এ বক্তাবলীতে একাত্তরের ২৯ নভেম্বর ভোররাতে চালানো হয় নির্মম এক গণহত্যা। পাকিস্তানি সেনা সদস্যরা এ গণহত্যা চালায়। শুধু গণহত্যা নয়, তারা গানপাউডার দিয়ে আগুনে পুড়িয়ে দেয় গ্রামের বাড়িঘর, জ্বালিয়ে দেয় ফসলি জমি, গোলার ফসল, গবাদিপশু। এ গণহত্যায় শহিদ হন এখানকার ১৩৯ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।