ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জ ক্লাবের সার্বিক সহযোগীতার আশ্বাস সেলিম ওসমানের

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৯, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

না’গঞ্জ ক্লাবের সার্বিকসহযোগীতার আশ্বাস সেলিম ওসমানেরলাইভ নারায়ণগঞ্ জনারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাসভবনে মঙ্গলবার (২৯ নভেম্বর) সৌজন্য সাক্ষাত হয়।সেলিম ওসমান পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ‘র সভাপতি, এফবিসিসিআই এর পরিচালকের দায়িত্ব পালন করছেন ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।সভাপতি আসিফ হাসান মাহমুদের নেতৃত্বে সকল সহ সভাপতি ও পরিচালক সেখানে উপস্থিত ছিলেন।গত ২৮ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন সেলিম ওসমান। সেখানে পৃথক দু‘টি অপারেশন শেষে ২৪ অক্টোবর দেশে ফিরেন। দীর্ঘদিন পর ব্যবসায়ী নেতা ও নারায়ণগঞ্জের অভিভাবক সংসদ সদস্য সেলিম ওসমানকে পেয়ে কুশলাদি বিনিময়ের পর নবনির্বাচিত কমিটির সকলে ক্লাবের উন্নয়নে বরাবরের মতো তার মূল্যবান উপদেশ ও সহযোগীতা চান। দীর্ঘ একঘন্টার আলাপচারিতায় সেলিম ওসমান ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন এবং ক্লাবের একজন সাবেক সভাপতি হিসেবে সকল সদস্যদের অনুরোধ জানান বর্তমান কমিটিকে সর্বাত্মক সহায়তা করার।ক্লাব পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চমূল্যকে বিবেচনা করে তিনি বর্তমান পরিচালনা পর্ষদকে আহ্বান জানান। তারা যেন ক্লাব রেস্টুরেন্টের চা থেকে শুরু করে সকল সেবার যৌক্তিক মূল্য নির্ধারন করতে একটি উপকমিটি গঠন করে অতিসত্তর নতুন মূল্যতালিকা তৈরী করেন। পাশাপাশি সদস্যদের মাসিক চাঁদা গত ১২ বছর থেকে যেহেতু অপরিবর্তিত আছে, তাই এক্ষেত্রেও মূল্যস্ফীতিকে বিবেচনায় রেখে নতুন চাঁদার হার নির্ধারণ করার অনুরোধ রাখেন।তিনি আরও বলেন, সকল সদস্যের উচিৎ ক্লাবের মান উন্নয়নে বর্তমান পরিচালনা পর্ষদের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।