ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক মামলায় সন্দেহ ভাজন ২ ব্যক্তিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৯, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিস্ফোরক মামলায় সন্দেভাজন২ ব্যক্তিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা রূপগঞ্জ উপজেলার দাউদপুরে ছাত্রলীগের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সন্দেভাজন হিসেবে গ্রেপ্তার দুই ব্যক্তিকে ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৯ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাউসার আলম এ আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড করলে আদালত শুনানী শেষে এ আদেশ দেন। এর সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের এএসআই মুক্তা।জিজ্ঞাসাবাদের আদেশপ্রাপ্ত আসামীরা হলেনÍ কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার মৃত. আলিমউদ্দিনের ছেলে মামুনুর রশীদ (৬০) ও আমির উদ্দিনের ছেলে আবদুল্লাহ দেওয়ান (৪৮)।জানা যায়, চলতি বছরের ১৯ আগষ্ট সন্ধ্যার পর পূর্বাচলের পলখান এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল। এতে দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগ বাধা প্রদান করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগের ৫ জন এবং ছাত্রদলের ৮ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে ২৩ জন নামীয়সহ আরও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।