ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ, ইকবাল গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক
নভেম্বর ৩০, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের ওপরককটেল বিস্ফোরণ, ইকবাল গ্রেপ্তার নগর প্রতিবেদক নারায়ণগঞ্জ শহরে পুলিশের উপর ককটেল বিস্ফোরণ ঘটনার মামলার ২নং আসামী সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপি নেতা হাসান মাহমুদ ইকবালকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সে গ্রেপ্তারকৃত ইকবাল সদর থানার আলীরটেকের মুক্তারকান্দি এলাকার জব্বার বেপারীর ছেলে এবং আলীরটেক ইউপির সাবেক মেম্বার। মঙ্গলবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই কাজী ফেরদৌস বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ইকবাল মেম্বারকে গ্রেপ্তার করে। মামলায় উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির পশ্চিম পাশের রাস্তায় নাশকতার উদ্দেশে সোমবার রাত ১২টা ৫ মিনিটে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুড়তে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ইকবাল সহ আরো তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, চারটি লোহার রড ও আটটি কাঠের তক্তা উদ্ধার করে পুলিশ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা মামলা দায়ের এবং সাবেক মেম্বার ইকবালসহ ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।