ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ফের বিএনপি-জামাতের নাশকতা শুরু

আবু বকর সিদ্দিক
নভেম্বর ৩০, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফের বিএনপি-জামাতের নাশকতা শুরুনিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জের বেশ কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করে। পরে সড়কে টায়ার জ¦ালিয়ে সড়ক আবরোধ করেন তারা। এসময় বেশ কিছুক্ষণ সড়ক অবরুদ্ধ হয়ে পরলে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান তারা।বুধবার (৩০ নভেম্বর) রাতে নারায়নগঞ্জ সদর উপজেলার পৃথক চার স্থানে মশাল মিছিল শেষে টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বিএনপির নেতা কর্মীরা। ঢাকা পোষ্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এবং মাদানী নগর এলাকার মধ্যবর্তী স্থানে, ফতুল্লা থানার সস্তাপুর এলাকার কমর আলী স্কুলের সামনে এবং বঙ্গবন্ধু সড়কের (বিবি রোড) হক প্ল¬াজার সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিএনপির নেতাকর্মীরা মাদানীনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যায়। তারা মৌচাক এলাকায় যেয়ে হঠাৎ অর্ধশতাধিক টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন। ফলে ওই সড়কে দীর্ঘ জটলার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকটি স্থানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এদিকে ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় ও সদর থানার বঙ্গবন্ধু সড়কে একই সময়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানযটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ যেয়ে টায়ারগুলো সড়িয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। এছাড়াও পুলিশ বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এগুলো পর্যালোচনা করে অপরাধীদের সনাক্ত করবে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।