ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: মেয়র হাসিনা গাজী

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: মেয়র হাসিনা গাজীনিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর স্বাস্থ্য সেবা জনগনের হাতের নাগালে পৌছে গেছে। সরকারের পাশাপাশি সেবার মান বৃদ্ধি করার লক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের সব বেসরকারী হাসপাতাল গুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় ডাক্তার হালিম ভুঁইয়া কনসালটেসন সেন্টার এবং ইউনিক ডেন্টাল কেয়ার শাখা-২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিম ভুঁইয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি ওবায়দুল হক, সৈয়দ আহমদ মুকুল, ডাক্তার শায়লা শারমীন সহ অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।