ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

এনসিসির প্যানেল মেয়র নির্বাচন বিভা-বাবুতে উত্তর-দক্ষিণের প্রভা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৪, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

এনসিসির প্যানেল মেয়র নির্বাচনবিভা-বাবুতে উত্তর-দক্ষিণের প্রভা স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্যানেল মেয়র নির্বাচিত হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বার সিটি করপোরেশনের সভায় কাউন্সিলরদের মধ্য থেকে প্যানেল গঠন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন কাউন্সিলররা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। সকল কাউন্সিলরদের কাছে চাইছেন দোয়া। অনেকেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের সমর্থিত প্রার্থী হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছেন। কেউ আবার নিজেকে প্রকাশ করছেন ওসমান বলয়ের লোক হিসেবে। এখন সর্বমহলেই আলোচনা চলছে, জিতবে কে নির্বাচনে? এবারের নির্বাচনে প্যানেল মেয়র ১ হিসেবে লড়াইয়ের কথা শুনা যাচ্ছে সংরক্ষিত কাউন্সিলর আফসানা আফরোজ ও ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল করিম। প্যানেল মেয়র ২ হিসেবে শুনা যাচ্ছে কাউন্সিলর শওকত হাশেম শকু, মাকসুদুল আলম খোরশেদ ও মনিরুজ্জামান মনির। এছাড়া প্যানেল মেয়র ৩ এর মধ্যে শুনা যাচ্ছে কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি ও মিনোয়ারা মিনুর নাম। এদের মধ্যে আফসানা আফরোজ মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্টজন হিসেবে বেশ পরিচিত আর ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল করিম পরিচিত ওসমান বলয়ের লোক হিসেবে। তবে, অনেকেই বলছেন, মো. আব্দুল করিম বাবুর পাল্লা ভারী। উদহারণ হিসেবে তুলে ধরছেন সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ১ নং ওয়ার্ডের চিত্র। কারণ ওয়ার্ডটির ভোটার ছিল মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ৩৬ কাউন্সিলর। সেই নির্বাচনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্টজন ছিলেন জাহাঙ্গীর আলম আর মজিবুর রহমান ছিলেন ওসমান বলয়ের প্রার্থী। দু‘জনই ১৫টি করে ভোট পেয়ে সমানে সমান হয়েছিলেন। পরে লটারীতে জয় পেয়েছেন মজিবুর রহমান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।