ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

৯ মাস পর এনসিসিতে প্যানেল মেয়র নির্বাচন

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৪, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২০ ধারা অনুযায়ী, নির্বাচনটি হওয়ার কথা ছিল সিটি করপোরেশন গঠিত হওয়ার প্রথম সভার এক মাসের মধ্যে। কাউন্সিলরগণ অগ্রাধিকার ভিত্তিতে নিজেদের মধ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচিত করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়রের প্যানেল নির্বাচিত করতে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে প্যানেল মনোনিত করার বিধান রয়েছে ২০ এর ২ ধারায়। গত ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৪ মার্চ। এরপর চলে গেছে দীর্ঘ প্রায় ৯ মাসের বেশি সময় । পরদিন স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদটি গুরুত্ব সহকারে প্রচার করে। সেই সংবাদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির বলেছেন, ‘আইনে যেটাই থাকনা কেন, মেয়র যেদিন দিবে, সেদিনই হবে। এর আগেও ২০১১ সালে প্যানেল মেয়র নির্বাচন হয়েছে ৭ মাস পরে আর ২০১৬ সালে হয়েছে ৮ মাস পরে। এটা পুরটাই মেয়রের ইচ্ছা।’ সংবাদ প্রকাশের পর আগামী ১২ ডিসেম্বর হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাসিক সভা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর জানান, ওই সভায় প্যানেল মেয়র নির্ধারণ হতে পারে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু লাইভ নারায়ণগঞ্জকে জানান, ‘নির্বাচনে ২ নং প্যানেল মেয়র পদে সকলের কাছে দোয়া চেয়েছেন।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।