ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরের ৯ ইটভাটায় ৩২ লাখ টাকা জরিমানা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৫, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বন্দরের ৯ ইটভাটায় ৩২ লাখ টাকা জরিমানালাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ৯ ইটভাটায় ৩২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাটি ব্যবহারের প্রত্যয়ন না থাকা, ইটভাটার ১ কিলোমিটারের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকায়, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় এই জরিমানা করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অভিযানটি শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। অখিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ ও মো. মোবারক হোসেন।জরিমানা করা ইটভাটা গুলো হলো-বন্দরের মদনপুর ফুলহর এলাকার মেসার্স এ এইচ বি ব্রিকস, সরাইলের গোকুলদাসেরগাঁও মেসার্স এম বি এস ব্রিকস, শাসনেরবাগের মেসার্স হাজী অটো ব্রিক ফিল্ড, মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, লক্ষনখোলার ফনকুল এলাকার নারায়ণগঞ্জ ব্রিকস এন্ড ম্যানুফেকচারিং, শাসনেরবাড়ের মেসার্স মামা ভাগিনা ব্রিক ফিল্ড, সরদার ব্রিক ফিল্ড ও মেসার্স মায়ের দোয়া ব্রিক। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(২), ৮(৩) ঙ ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ৩২ লক্ষ টাকা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটার অবৈধ কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয় এবং ইটভাটার মালিকগণ পরিবেশগত ছাড়পত্র ব্যতিত ইটভাটার কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।