ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতা মশিউর রনি ও টিপুসহ গ্রেপ্তার-৩

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৭, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

যুবদল নেতা মশিউর রনি ও টিপুসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক টিপু ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদ মাসুমকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। পরে তাদের চলতি মাসের ৪ তারিখ দায়ের করা পল্টন থানার নাশকতা  মামলায় বুধবার সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে জামিন শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এরআগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের কয়েকজন যুবদল নেতাকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে পল্টনের দিকে আসছিলেন রনি। ওই সময় পল্টন থানা পুলিশ টিপু ও মাসুমকেসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।জানা যায়, ১০ ডিসেম্বরের মহা সমাবেশ এর আগে পুলিশি গ্রেপ্তার এড়াতে আগেই নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন মশিউর রহমান রনি। নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত তিনি ঢাকায় সভা করছিলেন এবং সমাবেশে কিভাবে অংশ নেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা সে বিষয়ে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে রনির বাবা মোঃ মোস্তফা কামাল জানান, সকালে আমাদের পরিবারের সদস্যরা থানায় গিয়েছিল। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় রনিকে আদালতে নিয়ে যায় পুলিশ। আমরা জামিন আবেদন করেছিলাম। কিন্তু বিজ্ঞ বিচারক জামিন বাতিল করে তাকেসহ অন্যদের কারাগারে প্রেরণ করেছে।এদিকে, রনির গ্রেফতারের নিন্দা জানিয়েছে মঙ্গলবার রাতেই বিবৃতি দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।