ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার পতাকায় সাজলো অটো রিকশা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৭, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার পতাকার আদলে অটো রিকশা সাজালেন রনি  মানুষ নিজের বাড়িকে রঙে রঙ্গিন করে সুন্দর ভাবে সাজিয়ে তোলেন ঠিক তেমনি বিশ্ব কাপ ফুটবল টুর্নামেন্টে নিজের পছন্দের দল আর্জেন্টিনার জাতীয় পতাকা আদলে একটি ব্যাটারী চালিত রিকশাকে  সাজিয়ে তুলেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গোয়ালবন্দ এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম রনি। আর্জেন্টিনার জাতীয় পতাকা রঙে অটো রিকশাকে সাজিয়ে নিজে চালিয়ে রাস্তায় বের হওয়ার পর একটি ছবি রনি তার ফেইসবুকে পোস্ট করায় সেই ছবি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সাইফুল ইসলাম রনি পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি ফতুল্লার কাশিপুর ইউনিয়নের গোয়ালবন্দ এলাকায়। তিনি ব্যবসায়ী হিসাবে যেমন পরিচিত তেমনি আওয়ামী লীগের রাজনীতিতেও তার ব্যাপক পরিচিতি রয়েছে। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় তার প্রিয় দল আর্জেন্টিনা। তাই প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি নিজের অর্থ দিয়ে অটো রিকশার রং করেছেন আর্জেন্টিনার পতাকার আদলে।আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন। গাড়ির ওপরে মেসির ছবিসহ প্যানাসাইন। গাড়িতে উড়ছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। গাড়িটি রং করতে কয়েক হাজার টাকা খরচ হয়েছে। সাইফুল ইসলাম রনি সাজানো রিকশা চালিয়ে অনেকটাই আনন্দ উপভোগ করেন। সেই রিকশা নিয়ে তার কয়েকজন বন্ধু নিয়ে পুরো কাশিপুর ইউনিয়ন ঘুরে বেড়ায়। সাইফুল ইসলাম রনি বলেন, বিশ্বকাপ ফুটবল খেলায় অনেকে নিজেদের পছন্দের দলের বিশাল আকারে পতাকা উত্তোলন করে আনন্দ উপভোগ করেন। আবার অনেকে নিজেদের বাড়ির দেয়াল পতাকা আদলে রঙ করেন। তখন আমি একা একা চিন্তা করলাম পছন্দের দল আর্জেন্টিনার জন্য কি করা যায়। তখন সিদ্ধান্ত নিলাম নতুন একটি ব্যাটারী চালিত রিকশা (মিশুক) কিনে আর্জেন্টিনার পতাকা আদলে সাজিয়ে তুলবো। তিনি আরও বলেন, আমি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। ভালোলাগা আর ভালোবাসা থেকেই আমার এ উদ্যোগ। গাড়িটি রাস্তায় বের করলে মানুষজন ভিড় করেন, ছবি তুলেন, ভিডিও করেন। এতে আমার অনেক ভালো লাগে। গাড়িতে নিজে চড়ে যখন রাস্তায় বের হওয়ার পর যখন দেখি আমার মিশুকটি দেখার জন্য নারী-পুরুষ রাস্তায় চলে আসে ঠিক তখনি মনে করতে থাকি বাংলাদেশ তথা নারায়ণগঞ্জে আর্জেন্টিনার কতটা সাপোর্টার রয়েছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।