ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অভিযানে দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৮, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে পুলিশের অভিযানে দুই বিএনপি কর্মী গ্রেপ্তার  ডেটলাইন আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় মহা সমাবেশকে সামনে রেখে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ৩৮৫/২৬ বন্দর উইলসন রোড একরামপুর ইস্পাহানী এলাকার মৃত হামিদ ভাষানী ছেলে বিএনপি কর্মী সফিকুল ইসলাম (৪৮) ও দক্ষিন লক্ষখোলা এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে শিপন (২৯)। বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে বুধবার রাতে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী ও দক্ষিন লক্ষনখোলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, আলহাজ¦ হান্নান সরকার, হাবিবুর রহমান দুলাল ও নাজমুল হক রানাসহ ২৪ জন এজাহারভূক্ত ও অজ্ঞাত নামা ২৫/৩০ জন বিএনপি নেতাকর্মী একজোট হয়ে ধারালো ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে  বন্দরে ২৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ কার্যালয়ে  ককটেল বিস্ফোরন ঘটিয়ে আসভাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে দেড় লাখ টাকা ক্ষতি সাধন করে। ওই সময় হামলাকারি ছাত্রলীগ কর্মী সোহেল ও কাউছারকে বেদম ভাবে পিটিয়ে কার্যালয়ে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী সোহেল বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ এ পর্যন্ত বন্দরে ১৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।