ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ফতুল্লায় সমাবেশ ও বিক্ষোভ

আবু বকর
ডিসেম্বর ৯, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ফতুল্লায় সমাবেশ ও বিক্ষোভ  বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ফতুল্লায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে পাগলা বাজার কাজী মার্কেট সংলগ্নে ফতুল্লা আঞ্চলিক শাখার শ্রমিক লীগের আয়োজনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।  সমাবেশে কাউসার আহমেদ পলাশ বলেন, তারা ঢাকার রাজপথে আগামীকালকে তারা মহাসমাবেশ করবে সেটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তারা যে ডায়লগ দিয়েছে তারা যে হুংকার দিয়েছে সেইটা আপত্তিকর ব্যাপার। বলেছে ১০ তারিখ এর পরে খালেদা জিয়া যেভাবে বলবে সেভাবে বাংলাদেশ চলবে, তারেক জিয়া যেভাবে বলবে সেভাবে বাংলাদেশ চলবে, যদি একটা সাজাপ্রাপ্ত আসামি কথায় একটা রাষ্ট্র চলে তাহলে সেই রাষ্ট্র একটা সুন্দর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারেনা, সেই রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজকে আমাদের এদেশের নাগরিক হিসেবে আমাদের বিবেকে বাদে তারাই কারনে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশের জনগণ এগুলো মেনে নিতে পারেনা।  তিনি আরো বলেন, তারা এই পাঁচ বছর বিভিন্ন খেলায় মেতে উঠেছে, সেই সকল খেলা খেলতে খেলতে সর্বশেষ ১০ তারিখে তারা আবার নতুন খেলা খেলতে চেয়েছে, এখন আর খেলা হবেনা, এখন কোনো খেলা নয় এখন বাংলাদেশে হবে লড়াই, এখন হবে লড়াই। বঙ্গবন্ধু বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম শুধু তাই নয় বঙ্গবন্ধু বলছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে, সেদিন বঙ্গবন্ধুর ঢাকে বাংলার মানুষ লড়াই করতে নেমেছিলো কোনো খেলার জন্য নামে নাই, লড়াই করছে ৯মাস যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করেছে। আজকে বাংলাদেশ যখন একটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক ষড়যন্ত্র কারিরা আবার ষড়যন্ত্র শুরু করছে, তাই এবার তাদের প্রতিরোধ করতে হবে এবং আগামীকালকের জন্য তৈরি থাকতে হবে। ফতুল্লা আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস. এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন মন্টু, ইউনাইটেড ফেডারেশন অর্ব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অর্ব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, মজদুর ইউনিয়ন এর সভাপতি সালাউদ্দিন,  ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি হাজী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া সহ ৩৪টি বেসিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।