ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে হয় না: ডিসি মঞ্জুরুল হাফিজ

আবু বকর
ডিসেম্বর ৯, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে হয় না: ডিসি মঞ্জুরুল হাফিজ স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, যে কোন জিনিসে নীতির বাহিরে যেটা যায়, সেটাই  দুর্নীতি। আমরা অনেকেই মনে করি দুর্নীতি মানেই সরকারি কর্মকর্তা আর পুলিশ, সেটা যে কেউ হতে পারে। তার মানে কি সমাজে ভালো মানুষ নাই? এখন  টিভিতে এড দেয় দেখি, অনেক মনিষি থাকে তারা কাউকে না দেখেই তার ভবিষ্যৎ বলে দিতে পারে। সেখানে জমি জমা নিয়ে সমস্যা, জ্বীনের আছর, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বিয়ে হয় না, প্রেমে ব্যর্থতা। এগুলাই হলো সামাজিক দুর্নীতি। তাই বলবো আমাদের বিশ্বাসের মধ্যে নীতি তৈরী করতে হবে। শুক্রবার (৯  ডিসেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বলবো দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে হয় না, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়সহ সকল পর্যায়ে দুর্নীতি আমরা প্রতিরোধ করবো। মানুষ যদি তার নিজের দায়িত্বের প্রতি সচেতন হয়, এবং অন্যর প্রতি সম্মানবোধ করে, নৈতিকতার দিক থেকে সে যদি বিবেক দ্বারা তাড়িত হয়ে যদি সেটা পরিচালনা করে। তাহলে সমাজ  থেকে দুর্নীতি দূর করা সম্ভব। আসুন আমরা সবাই আইন মেনে চলি, ন্যায়ের পথে চলি, অন্যকে সম্মান করি ও সুস্থ সমাজ গড়ে তুলি। সভা উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান,  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. ইসমত আরা, দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী, নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. শাহনেওয়ায়া চৌধুরী, সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা প্রমুখ। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।