ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পালানোর সময় ফতুল্লায় গণপিটুনি

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১১, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চলন্ত ট্রাকে সিলিন্ডার চুরিপালানোর সময় ফতুল্লায় গণপিটুনিনিজস্ব প্রতিবেদক, ফতুল্লা ফতুল্লার আলীগঞ্জে  চলন্ত  ট্রাক থেকে গ্যাসের সিলিন্ডার চুরি করে পালিয়ে যাওয়ার সময় সজিব(২৫) নামক এক চোর কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর বারোটায় ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায়। আটককৃত সজিব ফতুল্লা থানার আলীগঞ্জ তিন রাস্তার মোড়ের ইসহাক মহাজনের পুত্র।জানা যায়, ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে ঢাকায় যাওয়ার সময় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি চলন্ত ট্রাক থেকে সিলিন্ডারের বোতল চুরি করে পালিয়ে যাওয়ার পথে স্থানীয়বাসী সজিব নামক এক চোরকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত সজিব জানায়, নেশার টাকা সংগ্রহ করতেই তিনি সড়ক পথের  চলন্ত মালবাহী গাড়ী থেকে মালামাল চুরি করে থাকে। চোরাইকৃত মালামাল পাগলা মেরি এন্ডারসন গেইট সংলগ্ন কাল্লু ও আয়েত আলীর ভাঙ্গারীর দোকানে বিক্রি করে। এক কেজি রড বিক্রি নিয়ে বিক্রি করে ৪০ টাকা,টিন-৩০ টাকা এবং প্রতি বস্তা সিমেন্ট বিক্রি কর ৩০০ টাকা করে। পাগলা এলাকায় আরো বেশ কিছু এ ধরনের চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করার জন্য বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা যায়।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল জানায়, গ্যাস সিলিন্ডার চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।