ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১১, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গাড়িতে অগ্নিসংযোগেরঘটনা খতিয়ে দেখছে পুলিশনিজস্ব প্রতিবেদকঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে গভীর রাতে তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে পুলিশের ধারণা সিগারেটের আগুন থেকেই গাড়িতে আগুনের সূত্রপাত ঘটেছে শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এসএম আবুল কাশেম।তিনি জানান, তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি সিগারেট খেয়ে বাসের মধ্যে ফেলেছে। এ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অঞ্চল) শেখ বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, বাসে আগুন দেয়ার বিষয়ে জানা যায়নি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।