হলি উইলসমডেল স্কুলে পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক গোদনাইলের হলি উইলস মডেল স্কুলে গতকাল রোববার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে মেধারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গোদনাইল এলাকার বিশিষ্ট নারী নেত্রী তাসনুভা নওরিন ইসলাম প্রধান অতিথি হিসেবে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় স্কুলের প্রধান শিক্ষিকা কানিজ শামসুন্নাহার, স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাসনুভা নওরিন ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে মেধারী শিক্ষার্থীদের বিভিন্ন উপলক্ষে পুরস্কৃত করা প্রয়োজন। পুরস্কার শিক্ষার্থীদের পড়াশেনায় আরো ভাল করার জন্য অনুপ্রেরনা যোগায়। তিনি বলেন, ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আরো উদ্যোগী হতে হবে।
হলি উইলস মডেল স্কুলে পুরস্কার বিতরণ
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।