ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ওসমান ভাতৃদ্বয়সহ কাউন্সিলরদের প্রতি বাবুর কৃতজ্ঞতা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১২, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ওসমান ভাতৃদ্বয়সহকাউন্সিলরদের প্রতি বাবুর কৃতজ্ঞতা  নগর প্রতিবেদক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কওে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, বিজয়ের মাসে আমি প্যানেল ১ নির্বাচিত হয়েছি সত্যি আনন্দের। মেয়র ও সকল কাউন্সিলরদের উপস্থিতিতে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ভাবেই প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে আমি ২০ভোট পেয়ে প্যানেল-১ নির্বাচিত হয়েছি। তার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যে সকল কাউন্সিলররা আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল নির্বাচনে কাউন্সিলর আব্দুল করিম বাবু প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্যে এসব কথা গুলো বলেন।তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত তো আছেই। তারপরও আজকে আমার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছেন নারায়ণগঞ্জ -৫ আসনের মাননীয় সংসদ এ কে এম সেলিম ওসমান এবং আমার রাজনৈতিক নেতা শিক্ষাগুরু যিনি আমার পিতৃতুল্য নারায়ণগঞ্জ- ৪ আসনের মাননীয় সংসদ এ কে এম শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই বিজয় আমার বিজয় নয় এই বিজয় তাদের বিজয়।তিনি আরও বলেন, আগামী দিনে কাউন্সিলরদের যে চাওয়া পাওয়া ও সমস্যা গুলো নিয়ে আমি মেয়রের সাথে কথাবার্তা বলব। এখন থেকে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। সিটি কর্পোরেশনের পাশাপাশি আমার ১৭নং ওয়ার্ডের জনগণের জন্য আমি কাজ করে যাব। ১৭নং ওয়ার্ডবাসী আমাকে যেভাবে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ঠিক তেমনি ৩৬টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরও আমাকে ভালোবেসে বিপুল ভোট দিয়ে প্যানেল-১ মেয়র নির্বাচিত করেছেন। তার জন্য আমি ১৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।