ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার- ১

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১২, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

পুলিশী সরঞ্জাম ও মোটরসাইকেল জব্দ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ রপগঞ্জের পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে জাকারিয়া (ওরফে) জাকির নামের এক প্রতারককে গ্রেপ্তার  করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে অবৈধ ভাবে ব্যবহৃত একটি পুলিশের ওয়াকিটকি, পুলিশের ডিজিটাল লাঠি, জ্যাকেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাকারিয়া (ওরফে জাকির) উপজেলার চনপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। রোববার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকিরসহ একটি প্রতারক চক্র পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছ চাঁদাবাজি করে আসছে।  রোববার সন্ধ্যায় চনপাড়া এলাকায় হৃদয় মিয়া নামের এক যুবককে পুলিশ পরিচয়ে আটক কওে তার কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে হৃদয় মিয়া পুলিশে খবর দিলে রূপগঞ্জ থানার পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা এর সত্যতা নিশ্চিত করেন জানান, এ ঘটনায় প্রতারণার শিকার যুবক হৃদয় মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামিকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। এ চক্রের বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।