ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নতুন টার্গেট নিয়ে মাঠে বিএনপি!

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১২, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

নতুন টার্গেট নিয়ে মাঠে বিএনপি!লাইভ নারায়ণগঞ্জগত ১০ ডিসেম্বর নিয়ে নানান চড়াই-উৎরাই পার করতে হয়েছে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের। বিভিন্ন মামলার আসামী হয়েছে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা। এরপরেও হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা বিভাগীয় সমাবেশে যোগদান করেছেন তারা। সম্পন্ন হয়েছে তাদের প্রথম চ্যালেঞ্জ। তবে, এখানেই শেষ হয়নি তাদের চ্যালেঞ্জ। নতুন টার্গেট নিয়ে মাঠে নামছে দলটির নেতাকর্মীরা। আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংগঠনটির দাবি, ‘রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে এই কর্মসূচি।’ এরই ধারবাহীকতায় পৃথক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। ১৩ ডিসেম্বর এই বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। তবে কোথায় এই কর্মসূচি গুলো পালন করা হবে তার পরিস্কার করা হয়নি। এদিকে, আগে থেকে বিএনপির কর্মসূচি সম্পর্কে জানান দিতে নারাজ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তার ভাষ্য মতে, ‘কে আওয়ামী লীগের লোক বা কে শামীম ওসমানের লোক তা আমরা সঠিক ভাবে জানি না। তাই আগে থেকে আমরা আমাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত দিবো না। আগামীকাল (১৩ ডিসেম্বর) আমাদের কর্মসূচি আছে এটা পরিস্কার।’ অপর দিকে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, ‘কেন্দ্র ঘোষনা দিয়েছে, আমরা অবশ্যিই সকল কর্মসূচি পালন করবো।’ এছাড়া আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণসমাবেশ থেকে ঘোষিত ১০ দফা বাস্তবায়নে গণমিছিল করা হবে। এ কর্মসূচি প্রথমবারের মতো যুগপৎভাবে করবে বিএনপি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।