ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৩, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল সভা-সমাবেশে পুলিশী বাঁধা, হামলা-মামলা ও গণ-গ্রেপ্তার বন্ধ এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর পদক্ষিণ করে। জেলা সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল হাই শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব,সিপিবির নেতা বিমলকান্তি দাস, দুলাল সাহা, বাসদ নেতা সেলিম মাহমুদ, এস এম কাদির প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন, রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিছিল করার অধিকার দেশের সংবিধান দ্বারা সংরক্ষিত। কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার জনগণের সকল সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের দুঃশাসন ও লুট-পাটের কারণে জাতীয় ও জনজীবনে সংকট সর্বগ্রাসী রূপ নিয়েছে। সরকারের পৃষ্ঠ-পোষকতায় ব্যাংক ডাকাতরা ঋণ নিয়ে ফেরত না দিয়ে বিদেশে পাচার কওে ব্যাংক গুলো ফোকলা করে ফেলেছে। চাল, তেল,চিনি সহনিত্য পণ্যের বাজার উর্ধমুখী। ৬৮% মানুষ খাবার কিনতে হিমসিম খাচ্ছে।নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের গণ-বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মানুষ যখন রাস্তায় নামছে তখন হামলা মামলা-গুম খুন করছে রাষ্ট্রীয় বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা। নেতৃবৃন্দ ১০ ডিসেম্বর বিএনপির জনসভাকে কেন্দ্র করে এক কর্মীকে হত্যা, অফিস ভাংচুর, বিএনপির মহাসচিব মির্জা ফকরুল সহ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তি দাবি  করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।