সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২, গাঁজা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২, গাঁজা উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক সরবারহের কাছে ব্যবহৃত একটি লেগুনা পিকআপ গাড়ি জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার বেলাশ্বর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ওমর ফারুক (২৩) ও তার সহযোগী একই এলাকার মো. এরশাদ আলীর ছেলে মো. সজিব (১৯)।  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাত টার দিকে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩।  র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় এনে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ