হাজীগঞ্জ কিল্লার মূল ফটকে খুনের ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবারের সদস্যরা। পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করার প্রস্ততি নিয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বুধবার (১৪ নভেম্বর) নিহত আসিফ ওরফে অন্তরের বড় ভাই হৃদয় অভিযোগটি দায়ের করেন। বুধবার বিকাল ৫টায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (ওসি) আনিচুর রহমান জানান, মামলা হিসেবে গ্রহণের প্রস্তুতি চলছে। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, আসামী গ্রেপ্তারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভিযানে রয়েছেন।
কিল্লায় খুনের ঘটনায় মামলায় আসামী গ্রেপ্তারে অভিযান চলছে: ওসি
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।