ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে বর্ণিল সাজে নারায়ণগঞ্জ নগরী

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৫, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিজয় দিবসে বর্ণিল সাজে নারায়ণগঞ্জ নগরী  ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবমাখা দিন। এদিনেই বাঙালি জাতি ফিরে পেয়েছিল তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের এ দিনটি স্মরণীয় করে রাখতে নারায়ণগঞ্জ নগরীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় রঙিন নগরী যেন পরিণত হয়েছে একখণ্ড লাল-সবুজের পতাকায়। বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে পুরো নগরী।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পরই লাল-সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো নগরী। চোখ ধাঁধানো আলোকসজ্জার ঝলকানি গাঁয়ে মেখে পুলকিত হচ্ছেন সবাই।রাতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কের বিভাজককে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নানা রঙ্গের বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে ভবন ও রাস্তার মোড়ে মোড়ে। এছাড়াও বিভিন্ন স্থাপনা, অফিস-আদালত সেজেছে বর্ণিল সাজে।বিশেষ করে রাতের বেলায় অন্ধকারে রঙিন বাতির আলোকসজ্জায় সজ্জিত হয়ে ফুটে এসব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সবকিছু মিলিয়ে বিজয়ের আনন্দে রঙ্গিন বাতির আলোয় আলোকিত হয়ে আঙ্গিকে সেজেছিল নারায়ণগঞ্জ ।বিজয় দিবস উপলক্ষে নগরীজুড়ে এমন আলোকসজ্জা দেখে মুগ্ধ কর্মব্যস্ত মানুষও। অনেকে ঘুরে ঘুরে দেখছেন, আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখছেন।নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ নেওয়া হয়েছে।এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।তারই প্রেক্ষিতে আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে চাষাড়া বিজয়স্তম্ভ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস, পুলিশ লাইন, নারায়ণগঞ্জ র্যাব- ১১ সদর দপ্তর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ, খানপুর ৩০০ শর্যা হাসপাতাল, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, মহিলা কলেজ, শেখ রাসেল নগর পার্ক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনসহ মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনেই দেখা যায় বর্ণিল আলোক সজ্জা। বাউন্ডারি ওয়াল, সড়কদ্বীপও সাজানো হয়েছে নানা রঙের বাতি দিয়ে। ব্যক্তিগত বাড়ি, বিভিন্ন হোটেল ও রেস্টুরেটও সাজানো হয়েছে আলোকসজ্জায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।