ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার -৩

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৫, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩  বন্দরে পৃথক অভিযান চালিয়ে  ১’শ গ্রাম গাঁজা ও ৭৮ পিছ ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে বন্দর থানার সিরাজদৌল্লা ক্লাবের পিছন থেকে ও উপজেলার ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইট মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(১২)২২ ও ২১(১২)২২ । গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মিয়া মামুন (৪৬) ও বন্দর বাজার ২নং এসএস সাহা রোড এলাকার আলাউদ্দিন কমান্ডারের বাড়ি  মৃত জুলহাস মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী সুমন (৪০) ও মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী নবী হোসেন (২০)। পুলিশ গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে পৃথক মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে।  থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ৭৮ পিছ ইয়াবা বড়িসহ মিয়া মামুন ও সুমন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক মোঃ জামিল হোসেনসহ সঙ্গীয় র্ফোস একই রাতে ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ নবী হোসেন নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।        

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।