ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৫, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা বন্দরে ঋণের চাপ সইতে না পেরে রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ১২ ডিসেম্বর(বৃহস্পতিবার) সকালে বন্দর শাহীমসজিদ এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। রবিউল শাহীমসজিদ হাফিজিবাগ কলোনি এলাকার মৃত নুর ইসলামের ছেলে। শাহীমসজিদ এলাকায় তার ডিমের দোকান রয়েছে।  স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত সকাল ৭ টার সময় দোকান খোলেন, পাশের চার দোকানে গিয়ে চা খেয়ে আবার তার দোকানে আশেন কিছুখন পর তিনি দোকান বন্ধ করে দেন। এবং প্রায় ১০টার সময় তার আত্বীয় স্বজন এসে দোকানের সাটার খুলে দেখে দোকানের লোহার ধরনার সাথে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায়। পরে বন্দর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। রবিউল ইসলাম এর মেয়ে আখি বলেন, ব্যবসায় ধার-দেনা করে ঋণগ্রস্থ হয়ে পড়েন আমার বাবা। ঋণের কারণে প্রায়ই দুশ্চিন্তা করতেন। এ ঋণের কারণে হয়তো আমার বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।