ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ফারদিনের আত্মহত্যা করেনি : ফারদিনের বাবা

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৫, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফারদিনের আত্মহত্যা বিষয়ে তার বাবা ‘পুলিশের যুক্তি সঠিক নয়’ লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছে, এমনটাই জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা। তারা বলছেন, ফারদিন গভীর রাতে শীতলক্ষ্যায় ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।  গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের গোদনাইল থেকে বুয়েটছাত্র ফারদিনের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছিলেন, ফারদিনের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফারদিনের বাবা এরপর হত্যা মামলা করলে তা তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। পাশাপাশি ছায়া তদন্তে নামে র‌্যাব। পরে বুধবার এক সংবাদ সম্মেলনে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, পরীক্ষা ফল খারাপ হওয়া এবং বিদেশ যাওয়ার অর্থ সংস্থান না হওয়ায় হতাশা থেকে আত্মহত্যা করেন এই তরুণ। তবে পুলিশ ও র‌্যাবের এই বক্তব্য মানতে পারছেন না ফারদিনের বাবা সাংবাদিক কাজী নূরউদ্দিন রানা। তার দাবি ফারদিনের আত্মহত্যার কোন কারণ নেই, পুলিশ যে যুক্তি দিচ্ছে তা সঠিক নয়। এদিকে, র‌্যাব-পুলিশের তদন্ত মানতে নারাজ তার সহপাঠীরা। এর প্রতিবাদে তারা কর্মসূচিও ডেকেছেন।  

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।