ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‌্যালি 

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৭, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে মামলা-হামলা ও পুলিশী হয়রানীতে জর্জরিত নারায়ণগঞ্জ বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে ঘুরে দাড়িয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীতে বিশাল বিজয় র‌্যালি করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মামুন মাহমুদের নেতৃত্বে বিজয় র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।  র‌্যালিটি শহরের মূল সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া বিজয় স্তম্বে এসে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল থেকে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলসহ জাতীয় পতাকা হাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এসময়ে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, যুগ্ম আহব্বায়ক একরামুল করিম মামুন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, কাঞ্চন পৌরসভা বিএনপির সদস্য সচিব হামিদুল হক খান , যুগ্ম আহবায়ক মহিবুর রহমান, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বিপুল,যুগ্ম আহবায়ক দেওয়ান জাকির হোসেন, তারার পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন রিপন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, রাজিব আজিম সরকার প্রমুখপ্রসঙ্গত: গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ১ হাজার ৬৫জন নেতাকর্মীকে আসামী করে ১১টি নাশকতার মামলা করা হয়। মামলাগুলোতে অর্ধ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দিন-রাত পুলিশ বিএনপির নেতাকর্মীরের বাড়ি-ঘরে তল্লাশী চালায়।গ্রেপ্তার এড়াতে গণসমাবেশের ৩-৪ দিন আগেই ঢাকায় অবস্থায় নেয় বিএনপির শীর্ষ ও মাঠ পর্যায়ের নেতারা। এক পর্যায়ে স্থবির হয়ে পড়ে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি। শুক্রবার বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করে তোলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।