ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে জমে থাকা গ্যাস বিষ্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ -৪ 

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৭, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জে জমে থাকা গ্যাস বিষ্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে নৃগত জমে থাকা গ্যাস বিষ্ফোরওে ঘটনায় একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মো. জাহিদ (৪০), রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)। স্বামী জাহিদ চাকরি করে এবং স্ত্রী রুমা ম্যাচের খাবার রান্না করে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার গাউছিয়া ডরগাও গ্রামের একটি ভাড়া বাসায়। প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন জ্বালালে হঠাৎ আগুন লেগে তারা দগ্ধ হন। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগেছে। বিষয়টি নিশ্চিত করে, শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডাঃ আইউব হোসেন জানান, আগুনে একই পরিবারের দুই শিশু সহ চারজন দগ্ধ হয়। জাহিদ ২৯% শতাংশ, স্ত্রী রুমা আক্তার ২৩% শতাংশ , মেয়ে লাবনী ২২% শতাংশ ও ছেলে ইয়াছিন সামান্য দগ্ধ হয়েছে। তারা বার্ণ ইউনিটে ভর্তি আছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।