ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

চার ভাইয়ের নিয়ন্ত্রণে ফতুল্লায় মুসলিমনগর-নরসিংপুরের মাদক বাজার 

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৭, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

চার ভাইয়ের নিয়ন্ত্রণে ফতুল্লায় মুসলিমনগর-নরসিংপুরের মাদক বাজার ফতুল্লার মুসলিম নগর-নরসিংপুরে অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার। হাত বাড়ালেই যত্রতত্র মিলছে মাদক। প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ কে কাজে লাগিয়ে প্রকাশ্যে কেনা- বেচা হচ্ছে মাদক।তথ্য মতে, মুসলিমনগর-নরসিংপুর তারা স্পিনিং মিলস এলাকায় মাদক বাজার  নিয়ন্ত্রণ করছে একই পরিবারের চার সদস্য সহোদর চার ভাই সানি,আলামিন,তানভীর ও শাহাদাত। সূত্রটির দাবী এই মাদক ব্যবসায়ীদের আবার প্ররোক্ষ ভাবে সর্ব প্রকার সহোযোগিতা করে আসছে দ্বিন ইসলাম,ওবায়েদুল ও জালাল সহ প্রভাবশালী একটি মহল।স্থানীয় একাধিক সূত্রমতে, নরসিংপুর এলাকার মোক্তার হোসেনের চারপুত্র সানি,আলামিন,তানভীর ও শাহাদাতের নিয়ন্ত্রণ করছে উল্লেখিত এলাকার মাদক বাজার। এরা প্রকাশ্যেই বিক্রি করছে হালের ক্রেজ মাদক ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও হেরোইন। এ সকল মাদক বিক্রিতে তাদের রয়ছে ১৫-২০ জন সেলস্ ম্যান। তাছাড়া মাদক বহনে তারা ব্যবহার করছে  ৮ থেকে ১০ বছর বয়সী শিশু- কিশোরদের। সূত্র মতে, কোন প্রকার রাখ-ঢাক না রেখেই এরা প্রকাশ্যে বিক্রি করছে মাদক।স্থানীয়দের অনেকেই মাদক বেচা কেনার প্রতিবাদ করায় হতে হয়েছে নাজেহাল। ফলে এখন আর কেউ তাদের মাদক ব্যবসা বন্ধে প্রতিবাদ করার সাহসটুকু পর্যন্ত করেনা। আর  তাই তাদের এই মাদক ব্যবসা বন্ধে জেলা আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবী করেছে স্থানীয় এলাকাবাসী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।