ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ অবস্থায় পুলিশ পিটিয়ে কারাগারেমাকসুদ চেয়ারম্যানের ছেলে শুভ

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৭, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ অবস্থায় পুলিশ পিটিয়ে কারাগারেমাকসুদ চেয়ারম্যানের ছেলে শুভ বন্দর উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৪ ডিসেম্বর) রাতে বন্দরের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন টহল পুলিশের সদস্যরা। এ সময় রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল আটক করে আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। মোটরসাইকেল আরোহী নিজেকে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছেলের লোক বলে পরিচয় দেন। কিছুক্ষণ পর মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে শুভর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিউল্লাহ, পুলিশের গাড়িচালক ও পাঁচ পুলিশ সদস্য আহত হন।তিনি জানান, ওই দিন রাতেই এ ঘটনায় এএসআই মো. শফিউল্লাহ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেন। মামলার পর মাহমুদুল হাসান শুভকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।