ঢাকাবুধবার , ২১ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

১২ সিটি কর্পোরেশনের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবির আবেদন

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ২১, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

মশা হ্রাসে এনসিসিসহ ১২ সিটি কর্পোরেশনের কাছে আবেদনলাইভ নারায়ণগঞ্জ: জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মশা হ্রাসে কার্যকর ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ  ১২ সিটি কর্পোরেশনের কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন জনস্বার্থে ই-মেইল যোগে এ আবেদন পাঠান। যাদের কাছে আবেদন পাঠিয়েছেন তারা হলেন- স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আবেদনে বলা হয়, এডিস মশা থেকে হওয়ায় ডেঙ্গু ভাইরাস অন্যতম বিপজ্জনক ভাইরাস, যেটি ২০০০ সাল থেকে বাংলাদেশে রয়েছে। পত্রিকার তথ্য মতে চলতি বছরে এতে আক্রান্ত হয়ে বেশি মৃত্যুর খবর এসেছে। ১৭ ডিসেম্বর ডেইলি স্টার অনলাইনের দেওয়া তথ্য মতে এ বছর ২৭১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২৬৩ জন। আবেদনে আরও বলা হয়, অনেক বেশি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ মশা কমছে না। দিন দিন এটি বাড়ছে। এ কারণে বেশি লোকও আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মশা হ্রাসে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।