ঢাকাশুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরনির্মানাধীন ড্রেনের পাইপ চাপায় এক শিশুর মৃত্যু

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ২৩, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্মাণাধীন ড্রেনের পাউপের চাপায় নুপুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পাইপ চাপায় আমেনা নমের আরেক শিশু গুরুতর আহত হয়ে নগরীর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঠিকাদারের গাফলতি ও অবহেলার জন্য এমনটি হয়েছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের ইসদাইর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মুন্নি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার ৬নং লতারচড় গ্রামের মো. মিলন হোসেনের মেয়ে। তারা ইসদাইর বাজার রেললাইন বস্তিতে ভাড়া বাসায় থাকেন।প্রত্যক্ষ্যদর্শীদের বরাতে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের ইসদাইর বাজার থেকে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক পর্যন্ত পুরোনো কংক্রিটের তৈরী পাইপ উঠিয়ে নতুন করে আরসিসি ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছে নাসিক। ড্রেনের নির্মাণ কজ করছিলেন আল-মিজান কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী মিজানুর রহমান মিজান নামের এক ঠিকাদার। সড়কে থাকা পুরোনো পাইপ এক্সকাভেটর দিয়ে তুলে তা সাড়িবদ্ধ করে সড়কের পাশে রেলওয়ের জায়গায় রাখা ছিলো। বিকালে সেখানে নুপুর ও আমেনা খেলার সময় সেখান থেকে হঠাৎ একটি পাইপ এসে নুপুর ও আমেনাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় নুপুর। এঘটনায় স্থানীয়দের সহায়তায় আমেনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে এর আগেও দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হলেও নগর প্রশাসন এই ঠিকাদারদের সোকজ পর্যন্ত করেনি। দুর্ঘটনার শিকার নুপুরের মরদেহ উদ্ধারকারী দুলাল মিয়া প্রতিবেদককে জানান, বিকালের দিকে নুপুর ও আমেনা এখানে খেলছিল হঠাৎ একটি পাইপ তাদের ওপর পওর যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করি। শুরু থেকেই এই ঠিকাদার মিজানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ সেচ্ছাচারিতার অভিযোগ ছিলো স্থানীয় বাসিন্দাদের। ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর হোসন তার ক্ষোভ প্রকাশ করে বলেন, পাইপ রাস্তায় রেখে তারা কাজ করে। ফলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কার বিষয়ে এর আগেও বার বার বলার পরেও তারা তা ঠিক না করে উল্টো আমাদের এখান থেকে উচ্ছেদের হুমকি দেয়। নিহত নুপুরের বাবা মিলন হোসেন ঢাকা পোষ্টকে বলেন, আমার সনÍানের মৃত্যুর জন্য এই ঠিকাদার মিজান দায়ী। মিজান কন্টাকডারকে এই পাইপের বিষয়ে বার বার বলা হয়েছে। আজকে সকালে এই পাইপ সড়ানোর সময়ও তাদের বলা হয়েছিল এগুলো যেন ঠিক করে রাখা হয়। কিন্তু তারা তা করে নাই। আজকে আমার সন্তান আমার বুকে নাই, আমি এর সুষ্ঠু বিচার চাই।এদিকে অভিযুক্ত মিজানুর রহমনা ঢাকা পোষ্টকে বলেন, আমার নির্মাণ কাজের সাইটে আমি পাইপ রেখেছি, এখানে সেফটির কি আছে? তাদের সেখানে খেলতে বার বার নিষেধ করার পরেও বাচ্চারা সেখানে যেয়ে খেলে। ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে, এখানে আমার কোন গাফলতি নেই। স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ড্রেন নির্মাণের সময় নাসিকের জায়গা দখল করায় তাদের উচ্ছেদ করা হয়েছিল। তাই তারা আমার উপর ভিত্তিহীন অভিযোগ করছে।ঘটনাস্থলে আসা ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, পাইপ চাপায় নুপুর নামে এক শিশুর মৃত্যু হয়েছে সুরতহাল করা হয়েছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।