ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে ২০ বেদে পরিবরের মাঝে কম্বল বিতরন

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৪, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে শীতের উষ্ণতা পেল ২০ বেদে পরিবার নারায়ণগঞ্জের বন্দরে ২০ টি বেদে পরিবারের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করেছে “শ্লোগান” নামের এক সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকার বেদেপল্লীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. শেখ বিল্লাল হোসেন।সংগঠনটির সভাপতি মীর ছিবগাতুল্লাহ তকি বলেন, তরুণ বয়সে মানবসেবা করার, মানুষের পাশে দাঁড়ানার আগ্রহটা বেশি থাকে। কিন্তু কোনো প্লাটফর্ম না থাকার কারণে অনেকেরই ওই ভালো কাজগুলো করা হয়ে উঠে না। সেজন্য আমাদের এই সংগঠনটি গঠন করা। সংগঠনটির মাধ্যমে মানুষের জন্য আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করি। এইসব ভালো কাজের মাধ্যমে আমাদের মনে অন্যরকম প্রশান্তি কাজ করে।নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. শেখ বিল্লাল হোসেন জানান, বেদে সম্প্রদায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব সুদৃঢ়। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি শ্লােগান সংগঠনটিকে ধন্যবাদ জানাই। বর্তমানে সমাজ থেকে সামাজিক মেলবন্ধন উঠে যাচ্ছে। এইসব সামাজিক সংগঠনের মাধ্যমে তা আবারও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আশা করছি, শ্লোগান দুর্বার গতিতে আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং সর্বশেষ সংগঠনটির উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।  উল্লেখ্য, ২০১৭ সালের ৬ই অক্টোবর প্রতিষ্ঠিত এই সংগঠনটি বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, অস্বচ্ছল মানুষকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।