বন্দরে চুরির প্রস্তুতিকালে ২ চোর আটক

বন্দরে চুরির প্রস্তুতিকালে ২ চোর আটক বন্দরে চুরি প্রস্তুতি কালে ২ যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। শনিবার (৭ জানুয়ারী) গভীর রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রীজের সামনে থেকে ওই দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার হাসমত মিয়ার ছেলে হাসিব (১৮) ও একই এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে ইয়াসিন (২০)। আটককৃত ২ যুবককে বন্দর থানার ১(১)২৩ নং চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে   আদালতে প্রেরণ করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে মদনগঞ্জ টহল পুলিশ ফরাজীকান্দাস্থ হান্ডুর ব্রীজের সামনে অভিযান চালিয়ে চোর সন্দেহে উল্লেখিত এলাকার ওই দুই যুবকে আটক করা হয়। পরে আটককৃতদের বন্দর থানার একটি চুরি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। 

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ