ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ক্যাটল এক্সপোতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন না.গঞ্জের আরকে এগ্রো

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৮, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বন্দরশিল্প আর বন্দর নগরী হলেও নারায়ণগঞ্জ কৃষিতে পিছিয়ে নেই। দেশের বিভিন্ন স্থান থেকে আগত খামারীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩’র সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সেই কথাই বলছে। পাবনা, হলস্টেইন ফ্রিজিয়ান, ব্রামহা আর দুম্ভাসহ বিভিন্ন ক্যাটাগরীতে সর্বোচ্চ পুরস্কার জিতে অনুষ্ঠানে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের আরকে এগ্রো ফার্ম লিমিটেড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের পুরণ বানিজ্য মেলার স্থানে গত ৬ ও ৭ জানুয়ারি ক্যাটল এক্সপো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পুরস্কার গুলো তুলে দিয়েছেন আরকে এগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল সামাদের হাতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। ব্রাহ্মণের জন্য জুনিয়র ক্যাটাগরি প্রথম পুরস্কার আরকে এগ্রো ফার্ম লিমিটেড পেয়েছেন, ব্রাহ্মণের জন্য সিনিয়র ক্যাটাগরিতেও পেয়েছেন প্রথম পুরস্কার, জুনিয়র ক্যাটাগরিতে হলস্টেইন ফ্রিজিয়ানের জন্য প্রথম পুরস্কার, সিনিয়র ক্যাটাগরিতে পাবনা গবাদি পশুর জন্য প্রথম পুরস্কার, সিনিয়র ক্যাটাগরিতে দুম্বার জন্য প্রথম পুরস্কার ও ভেরার জন্য জুনিয়র ক্যাটাগরি পেয়েছেন প্রথম পুরস্কার। এছাড়াও সিনিয়র ক্যাটাগরি খাসির জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের এই খামারটি।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৫০ জন খামারি তাদের খামারের সেরা গরু নিয়ে ঢাকা ক্যাটল এক্সপো ২০২৩-এ অংশগ্রহণ করছেন। মেলায় দেশের সেরা ১২টি জাতের গবাদিপশু প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে: দেশি, নর্থ বেঙ্গল গ্রে, রেড চিটাগাং ক্যাটেল (আরসিসি) বা লাল বিরিশ, মিরকাদিম, শাহিওয়াল, হলস্টেইন ফ্রিজিয়ান, ব্রাহ্মণ, বাফেলো, জাফরাবাদী, বামন খাসি এবং আরও অনেক কিছু। এছাড়াও ৪০০টি উন্নত জাতের গবাদি পশু, ছাগল, মহিষ, ভেড়া এবং দুম্বা প্রদর্শন করা হয়েছিল।যেখানে কৃষি সরঞ্জাম, গবাদি পশুর খাদ্য এবং ওষুধ সংক্রান্ত ৩০টিরও বেশি স্টল ছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।