ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমান রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিয়েছেন : দিপু ভূঁইয়া

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৮, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমান রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিয়েছেন : দিপু ভূঁইয়া নিজস্ব প্রতিবেদক,সিদ্ধিরগঞ্জ বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, এদেশের কিছু সংখ্যক অসৎ মানুষ আমাদেরকে জিম্মি করে তারা লুটপাট করতে অস্থির। আজকে ব্যাংক থেকে শুরু করে সবখানে যে তারা পাচ্ছে লুটপাট করছে। সেই লুটপাট থেকে দেশকে রক্ষা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্র মেরামত আমাদের বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, এদেশের জনগণের জন্য রাষ্ট্র মেরামত করা দরকার। আজকে রাষ্ট্র মেরামত করা এদেশের প্রতিটি মানুষ প্রস্তুত আছে । বিএনপি এমন একটি দল, সারাদেশে জনগণকে নিয়ে রাষ্ট্র মেরামত করতে চায়।বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন। রবিবার ( ৮ জানুয়ারি ) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাংস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আরো ধন্যবাদ জানাই যে গত ১০ই ডিসেম্বর শত বাধা সত্ত্বেও হাজার হাজার নেতাকর্মী নিয়ে গণসমাবেশে হাজির হয়েছিলেন। গত ৩০ডিসেম্বর গণমিছিলেও হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছিল। ঢাকার বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে নারায়ণগঞ্জ বিএনপি। নারায়ণগঞ্জের মানুষ যেকোনো আন্দোলন সংগ্রামের ডাক আসবে আমরা সবসময়ই প্রস্তুত আছি। আমরা আন্দোলন সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে রাজপথে আছি এবং থাকবে।নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমদ আযম খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদ, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক আঃ হাই রাজু, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ূন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, গোপালদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান,কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমার, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ইমন, যুগ্ম সম্পাদক রাসেল রানা, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।