ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

ফতুল্লায় হেরোইন সহ গ্রেপ্তার-২

আবু বকর
জানুয়ারি ৮, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লায় হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক,ফতুল্লা ফতুল্লার নরসিংপুর হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের হান্নান সরকারের পুত্র মো. জয় (২৪) ও উত্তর নরসিংপুর এলাকার মো. কাশেমের পুত্র মো. আরমান (২০)।শনিবার সন্ধ্যায় তাদের কে ফতুল্লার নরসিংপুরস্থ তারা স্পিনিং মিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক সম্রাট সানীসহ অপর দুই মাদক ব্যবসায়ী।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানা সীমান্তের নরসিংপুর তারা স্পিনিং এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ জয় ও আরমানকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক সম্রাট সানী ও তার অন্যতম দুই সহোযোগি সোহাগ ও কাইয়ুম।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। পলাতক অপর মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেস্টা করছে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।