ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৮, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক,ফতুল্লা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হল বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রবিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় এ টু জেড স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতা বালকদের ছোট গ্রুপ ( ৬ষ্ঠ-৮ম ) এবং বড় গ্রুপ (৯ম-১০ ) শ্রেণির ছাত্রদের মধ্যে  একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হয় । নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের  প্রায় ৬৪ জন বালক  এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এ প্রতেিযাগতিার উদ্বোধনী  অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইগড় এ টু জেড স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ কে এম মকবুল হোসেন, প্রধান শিক্ষক মো. রশিদুল আলম চৌধুরীসহ শিক্ষকমন্ডলী। প্রধান অতিথিসহ সকলেই মাদকমুক্ত সমাজ গড়ায় ও মোবাইলের আসক্তি থেকে বালকদের  দূরে রাখতে এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে  বেগবান করাসহ নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া  আসন্ন  আন্তঃস্কুল ক্রীড়া  প্রতিযোগিতায়  নারায়ণগঞ্জ জেলার বালক খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে  দক্ষতা প্রকাশের জন্য আজকের  আয়োজন  সহায়ক ভূমিকা পালন করবে। এ প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়। এছাড়া একক ও দ্বৈত ইভেন্টের  বিজয়ীদের পুরস্কার  ও সনদপত্র প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।