র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত গোলাপ হোসেন ওরফে আব্দুল খালেককে মাদক মামলায় গত ২০১৬ সালের অক্টোবর মাসে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরে আসামী বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে দীর্ঘ ৬ বছর যাবত পিতার নাম পরিবর্তন করে আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ৬ মাসের সাজা প্রদান করে।গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ