ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

আ’লীগ নেতা টেনুর মৃত্যুতে শামীম ওসমানের শোক প্রকাশ

আবু বকর
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা: ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য ও পাগলা বাজার সমিতির সভাপতি শাহ আলম গাজী টেনুর মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মরহুম শাহ আলম টেনু ছিলেন শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন একজন নেতা। তার মৃত্যুতে শামীম ওসমান শোকাহত।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক শোক বার্তার তিনি বলেন, শাহ আলম টেনু আওয়ামীলীগের একজন সংগ্রামী ও ত্যাগী নেতা ছিলেন। দলের দুঃসময়ে সব সময় কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এবং মরহুম শাহ আলম টেনুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুক।প্রসঙ্গত: শাহ আলম টেনু শুক্রবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ জুমআ ফতুল্লার পাগলা এস এম সুপারের মার্কেটের পেছনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ৩টায় দেলপাড়া ঈদগায়ে দ্বিতীয় জানাজার নামাজ শেষে দেলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।