ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

দৌলত হত্যা মামলার আসামী লূৎফর গ্রেফতার

আবু বকর সিদ্দিক
মার্চ ৩, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর ইউনিয়নের আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলার আসামী লূৎফরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(৩রা মার্চ)দুপুর আনুমানিক আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর থেকে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুরের মুল্লুক চাঁন সরদারের ছেলে লূৎফর রহমান(৫৩)। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লার নির্দেশে উপ পরিদর্শক মনিরুল ইসলাম,সহকারী উপ পরিদর্শক খোকন, সহকারী উপ পরিদর্শক উৎসবের নেতৃত্বে গোগনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৫ নম্বর আসামী লুৎফর রহমানকে গ্রেফতার করে। দুপুর আড়াইটায় চর সৈয়দপুর নিজ বাড়ি থেকে এ আসামীকে গ্রেফতার করা হয়।দৌলত মেম্বার হত্যা মামলার আসামীকে গ্রেফতারের বিষয়ে সদর মডেল থানায় অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা সংবাদ মাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি সদস্য দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী লুৎফরকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।উল্লেখ্য যে, গত বছরের ২৬ জুন রাতে গোগনগর ইউপির সাবেক সদস্য দৌলত হোসেন মেম্বার ওষুধ কিনতে সিএনজি যোগে চরসৈয়দপুর এলাকায় যাবার পথে পূর্ব শত্রুতার জেরে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্বজনরা দৌলত মেম্বারকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দৌলত মেম্বারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দৌলত মেম্বারের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে সে বছরই ২৭ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গোগনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রুবেল আহমেদ সহ ইমরান, রানা, হিমেল, শাওন, আমির সহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০,তারিখ ২৭/০৬/২২। মামলা দায়ের পর সেলিম নামে এক আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারলেও বাকি আসামীরা পলাতক ছিলেন এবং ২৭ জুলাই উচ্চ আদালত থেকে মামলার প্রধান আসামী সহ বাকী আসামীরা ৪ সপ্তাহের জন্য জামিন নেয়। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্ত জন্য আদালত মামলাটি ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিআইবি) নারায়ণগঞ্জকে হস্তান্তর করেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১৫নং আসামী লূৎফরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।