ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণালঙ্কার৭ লাখ টাকার মালামাল লুট

আবু বকর সিদ্দিক
মার্চ ৪, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজার উপজেলার কাকাইলমোড়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্ত্রী আসমা (৩৫) কে মারধর করে ডাকাতরা নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে ।জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় ১০/১২ জন মুখোশধারী ডাকাত দল আসমার চৌচালা টিনের ঘরের কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে আসমাকে জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোনসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ সময় ঘরের আলমারির চাবি ডাকাতদের না দিতে চাইলে ডাকাতরা আসমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ বিষয়ে আসমার ভাই ইয়াহিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার ওসি (তদন্ত) ও বর্তমান ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ ঘটনাস্থল পরিদর্শণ করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আহত আসমার স্বামী আবু সাইদ কাঁচপুরে কাঁচামালে ব্যবসা করেন বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।