ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক পুলিশের উপর হামলা, কারাগারে নারী

আবু বকর সিদ্দিক
মার্চ ৬, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জনারায়ণগঞ্জে উল্টো পথে আসা যান চলাচলে বাধা দিয়ে হামলার শিকার হয়েছেন ট্রাফিক পুলিশের সদস্য মো. সুলতান আহমেদ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় হামলাকারী নারী নিলুফা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৬ মার্চ) হামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। এর আগে এই বিষয়ে শিমরাইল ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দিলিপ কুমার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। গ্রফতার নিলুফা বেগম সিদ্ধিরগঞ্জের সালমা টাওয়ার এলাকার অস্থায়ী বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলিনপুর এলাকার জনৈক মাসুদের স্ত্রী।মামলার এজহারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, এর আগে গত রোববার (৫ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এসময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাংরোড বাস স্ট্যান্ডগামী একটি অটোরিক্সা উল্টো পথে এলে তার গতিরোধ করতে সিগন্যাল দেন সুলতান। এসময় ওই রিকশা চালক তা অমান্য করে দ্রুত গতীতে পালিয়ে যাওয়ার সময় রিকশাটি উল্টে যায়। এসময় রিকশায় থাকা নিলুফার ব্যবহৃত মোবইল ফোন ভেঙ্গে যায়। পরে সেই নারী উত্তেজিত হয়ে ট্রাফিক পুলিশের সদস্য সুলতানের ব্যবহৃত মোবাইল ফোনটি জরিমাান স্বরূপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।পুলিশ সদস্য সুলতান আহমেদ তা দিতে অস্বীকৃতি জানালে নিলুফা ও তার সাথে থাকা লোকজন সুলতানের ওপর হামলা করে ব্যপক মারধর করেন। এতে পুলিশ সদস্যের কোটি ও ইউনিফর্ম ছিড়ে যায়। পরে স্থানীয় জনতা এগিয়ে এসে পুলিশ সদস্য সুলতানকে উদ্ধার করে ও হামলাকারী নিলুফা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কনস্টেবল সুলতান আহমেদকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান, উল্টো পথে চলাচল করা যানবাহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। ঘটনার দিন একটি ব্যাটারীচালীত রিকশাকে সিগন্যাল দিলে রিকশা চালক তার সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সেটি উল্টে গেলে রিকশায় থাকা নারী পুলিশ সদস্যের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। মামলার বিষটি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তাফা জানান, ট্রাফিক পুলিশের কনস্টেবল সুলতানের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা রূজ করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী নারী নিলুফা বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্ররণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। জড়িতদের অন্নান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।