ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলনসভাপতি পদপ্রার্থী হত্যা মামলার আসামি

আবু বকর সিদ্দিক
মার্চ ৯, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফতুল্লাদীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন ও সম্মেলন নিয়ে চলছে নানা বিতর্ক, আলোচনা সমালোচনা। দলে মাদক কারবারি, বিভিন্ন মামলাসহ হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডারসহ বিভিন্ন অপরাধের জড়িতরা স্থান পেলেও অব-মূল্যায়িত হচ্ছে ত্যাগী নেতাকর্মীরা। এনিয়ে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ। এরই মধ্য দিয়ে আজ শুক্রবার (১০ মার্চ) সিদ্ধিরগঞ্জে নাসিক ১, ২ ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হলেও রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠাও।জানাগেছে, নাসিক ১ নং ওয়ার্ডে সভাপতি পদপ্রার্থী হচ্ছেন নুরুল আমিন রুহুল, আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু, নোমান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শীতল ও সুলতান বাদশা। নাসিক ২ নং ওয়ার্ডে সভাপতি পদপ্রার্থী হচ্ছেন আজিজ মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাকিল প্রধান ও মিশাল। নাসিক ৩ নং ওয়ার্ডে সভাপতি পদপ্রার্থী হচ্ছেন মো. জয়নাল মোল্লা সুজন, কবির ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাহিদুল ইসলাম নাহিদ। তবে এ ছাড়া আরও অনেক পদপার্থী রয়েছেন। এসব প্রার্থীদের অনেকেই মাদক ব্যবসা, অর্থ আত্মসাতকারী, হকার ও পরিবহনে চাঁদাবাজিসহ বিভিন্ন কিশোর গ্যাং নিয়ন্ত্রন করে বলে নানা অভিযোগ রয়েছে। এদের মধ্যে আলোচনায় উঠে এসেছে হত্যা মামলার আসামি, ক্রস ফায়ারে নিহতের সহয়োগী কিশোর গ্যাং লিডার, বিভিন্ন অপরাধ ও অপকর্মে অভিযুক্ত আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু নামে পরিচিত নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী। আরাফাত রহমান বাবু ওরফে ফেন্সি বাবু সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি পাগলা বাড়ি এলাকার কোমল বাস ড্রাইভার কুট্টি মিয়ার ছেলে।কিছুদিন পুর্বে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ বিভিন্ন অপরাধের কারনে আটক করে নিয়ে যায় পরে জেল খেটে জামিনে এসে ফের এলাকায় এসে বিভিন্ন অপরাধ অপকর্ম করে বেড়াচ্ছে।হত্যা মামলার আসামি এই ফেন্সি বাবু এখন মিজমিজি পুর্বপাড়া এলাকার সাধারণ মানুষের ঘুম হারাম করে তুলেছে। মাদক ব্যবসা করে রাতারাতি প্রচুর টাকার মালিক বনে যাওয়ায় কাউকে সে পরোয়া করে না। মাদক বিক্রির টাকা দিয়ে গড়ে তুলেছে বখাটে কিছু যুবক ও কিশোর ছেলেদের নিয়ে কিশোরগ্যাং।মাদক বিক্রির টাকা দিয়ে সে তার গ্রুপ লালণ পালন করে। আর এই গ্রুপের সদস্যদের দিয়ে এলাকায় সব ধরনের অপরাধ পরিচালনা করে। তার বিরুদ্ধে কেউ মূখ খুলতে সাহস পায়না। এলাকার কোন মানুষ এই চক্রের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করে। সন্ত্রাসী বাবু ২০১৩ সালের ২৭মে সিদ্ধিরগঞ্জের মিজমিজি সিআই খোলা এলাকার কলেজ ছাত্র কাউছার (১৮) কে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নির্মম ভাবে হত্যা করে। মামলা নং-৩০। ২৭-০৫-২০১৩। মামলায় বাবু ৩ নম্বর আসামী।এই মামলায় বাবু গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল, পরে জামিনে আসে। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে অপরাধের নেটওয়ার্ক তৈরী করে ফেন্সি বাবু। হত্যা মামলা তদন্ত শেষে পুলিশ মামলায় বাবু ওরফে ফেন্সি বাবুকে প্রধান অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।আরাফাত রহমান বাবুসহ বিভিন্ন অপকর্মে জড়িত এসব পদপার্থীদের কাছে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বের পতাকা কতটুকু নিরাপদ? এটিই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার মাঝে।তৃনমূলের দাবি নেতৃত্বের হাত হউক দলের অনুগামী, ত্যাগী, সৎ, নিষ্ঠাবান ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।