ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ত্যাগপরিচ্ছন্নতাকর্মীদের রোষানলে অবরুদ্ধ মেয়র আইভী

আবু বকর সিদ্দিক
মার্চ ১৪, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের রোষানলে নগর ভবনে অবরুদ্ধ হন মেয়র আইভী। এসময় ৬দফা দাবিতে নগর ভবন ঘেরাও করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরিচ্ছন্নতাকর্মীদের দাবি-দাওয়ার কথা না শুনে উল্টো তাদের চাকরিচুত্য করার হুমকি দেয়ায় নাসিকে কর্মরত পরিচ্ছন্নকর্মীরা আইভীকে তুলোধুনা করেন। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় নগর ভবন ত্যাগ করেন তিনি।মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনে ওই ঘটনা ঘটে। এর আগে বেলা ১১ টা থেকে তিন শতাধীক পরিচ্ছন্নকর্মী ঝাড়ু নিয়ে প্রতিবাদ স্বরুপ আবর্জনা ফেলে প্রতিবাদ জানিয়ে নগর ভবন ঘেরাও করেন।পরিচ্ছন্নকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এই তিনটি অঞ্চলে মোট ১ হাজার ২ শত পরিচ্ছন্নকর্মী শহর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছে। সিটি করপোরেশন এই পরিচ্ছন্নকর্মীদের তাদের আধুনিক বাসস্থানের আশা দিয়ে তাদের আদি বাসস্থান থেকে উচ্ছেদ করে। তবে ১২ শত পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে কিছু কর্মীদের তারা পরিচ্ছন্নতাকর্মী নিবাসে স্থানান্তর করেছেনে। তবে সেই সংখ্যা মাত্র এক চতুর্থাংশ। যাদের সেখানে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে ঘর ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নকর্মীরা তাদের যোক্তিক দাবি নিয়ে আন্দোলন করার সময় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাদের নিবৃত করে সরিয়ে দিতে চাইলে পরিচ্ছন্নতাকর্মীরা মেয়র আইভীর সাথে কথা বলে দাবি দাওয়ার পূরনে মেয়রের আশ^াস চাইলে পুলিশের সাথে তিনি নগরভবন থেকে নিচে নেমে আসেন। এসময় নগরভবনে ময়লা রেখে প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে যান তিনি। এসময় দাবি-দাওয়ার আশ^াস না দিয়ে চাকরিচুত্য

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের রোষানলে নগর ভবনে অবরুদ্ধ হন মেয়র আইভী। এসময় ৬দফা দাবিতে নগর ভবন ঘেরাও করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরিচ্ছন্নতাকর্মীদের দাবি-দাওয়ার কথা না শুনে উল্টো তাদের চাকরিচুত্য করার হুমকি দেয়ায় নাসিকে কর্মরত পরিচ্ছন্নকর্মীরা আইভীকে তুলোধুনা করেন। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় নগর ভবন ত্যাগ করেন তিনি।মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনে ওই ঘটনা ঘটে। এর আগে বেলা ১১ টা থেকে তিন শতাধীক পরিচ্ছন্নকর্মী ঝাড়ু নিয়ে প্রতিবাদ স্বরুপ আবর্জনা ফেলে প্রতিবাদ জানিয়ে নগর ভবন ঘেরাও করেন।পরিচ্ছন্নকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এই তিনটি অঞ্চলে মোট ১ হাজার ২ শত পরিচ্ছন্নকর্মী শহর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছে। সিটি করপোরেশন এই পরিচ্ছন্নকর্মীদের তাদের আধুনিক বাসস্থানের আশ্বাস দিয়ে তাদের আদি বাসস্থান থেকে উচ্ছেদ করে। তবে ১২ শত পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে কিছু কর্মীদের তারা পরিচ্ছন্নতাকর্মী নিবাসে স্থানান্তর করেছেনে। তবে সেই সংখ্যা মাত্র এক চতুর্থাংশ। যাদের সেখানে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে ঘর ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নকর্মীরা তাদের যোক্তিক দাবি নিয়ে আন্দোলন করার সময় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাদের নিবৃত করে সরিয়ে দিতে চাইলে পরিচ্ছন্নতাকর্মীরা মেয়র আইভীর সাথে কথা বলে দাবি দাওয়ার পূরনে মেয়রের আশ্বাস চাইলে পুলিশের সাথে তিনি নগরভবন থেকে নিচে নেমে আসেন। এসময় নগরভবনে ময়লা রেখে প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে যান তিনি। এসময় দাবি-দাওয়ার আশ^াস না দিয়ে চাকরিচুত্য করার হুমকি দেন মেয়র। মেয়রের এমন কান্ডে ক্ষুব্ধ পরিচ্ছন্নতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে ফেলেন। এসময় পরিচ্ছন্নকর্মীদের রোষানলে পরে দৌড়ে পালান পরিচ্ছন্ন কার্যক্রমের দায়িত্বরত সুপারভাইজার শ্যমল চন্দ্র দাস।পরিচ্ছন্নতাকর্মীদের ৬ দফা দাবিগুলো হলো-১. বাংলাদেশ শ্রম আইনের ২০০৬ (অধদ্যাবধি সংশোধিত) মোতাবেক উক্ত শিল্পে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে।২. নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কর্মরত সকল পরিচ্ছন্ন কর্মিদের চাকুরি স্থায়ী করতে হবে।৩. সকল পরিচ্ছন্ন কর্মিদের বেতন নুন্যতম হাজিরা (৭৫০) সাতশত পঞ্চাশ টাকা ও ট্রাক শ্রমিকদের ৮৫০ টাকা করতে হবে এবং ঈদে ও পুজায় সম পরিমান বোনাস প্রদান করতে হবে।৪. প্রতি ওয়ার্ডে ২ জন ডোম নিয়োগ দিতে হবে।৫. নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত অবস্থায় কোন পরিচ্ছন্নতাকর্মী মৃত্যুবরণ করলে আইএলও কনভেনশন আইন অনুসারে সারা জীবনের অয়ের সমপরিমান ক্ষতিপূরণ দিতে হবে। বা গুরুতর আহত হলে আইএলও কনভেনশন আইন অনুযায়ি সারাজীবনের ক্ষতি পূরণ দিতে হবে।৬. নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের যে সমস্ত জায়গত যেমন, বন্দরসহ অন্নান্য অঞ্চল সমূহের পরিচ্ছন্নতাকর্মীদের স্থায়ী বসবাসের জন্য বহুতল ভবনে বসস্থানের ব্যবস্থা করতে হবে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী উমারানী দাস বলেন, বাংলাদেশের অন্যান্ন সিটি করপোরেশনে পরিচ্ছন্তাকর্মীরা তাদের পরিচ্ছন্নকর্মী নিবাসে থাকে । কোথাও এভাবে ফ্লাটে থাকার জন্য ভাড়া দিতে হয় না। কিন্ত এই মেয়র আইভী আমাদের বলে এই ভবনগুলো সরকারি টাকা দিয়ে নির্মাণ করা হয়নি, বিদেশ থেকে ফান্ড এনে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। তাই আমাদের মাসে পাঁচ হাজার করে ভাড়া দিতে হবে। আমরা সারা মাস কাজ করে বেতন পাই আটত্রিশ শত টাকা থেকে সাড়ে চার হাজার টাকা। যদিও তিন মাস আগে আট হাজার টাকা বেতন নির্ধরান করা হয়েছে, তবে এই বেতন কার্যকর করা হয়নি। এর মধ্যে পূজার বাবদ অগ্রিম প্রদত্ত টাকা থেকে প্রতি মাসে এক হাজার টাকা কেটে নেওয়া হয়। এক হাজার টাকা বিদ্যুত ও গ্যাস বিল বাবদ কেটে নেওয়ার পর যা থাকে তা দিয়ে আমাদের সংসার চলে না। নগরীর ১৫ ওয়ার্ডের বাসন্তি রানী দাস বলেন, যেখানে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিবেন মেয়র, সেখানে আমাদের দাবি-দাওয়া তোয়াক্বা না করে উল্টো আমাদের চাকরিচুত্য করার হুমকি দিয়ে গেলেন। আজকে আমাদের সভাপতি শিমুল আন্দোলন ও প্রতিবাদ করায় বরখাস্তের হুমকি দিয়ে গেলেন। এভাবে চলতে থাকলে আমরা কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।এদিকে এমন পরিস্থিাততে নগরভবনে মেয়র আইভী পরিচ্ছন্নকর্মীদের সাথে দেখা করে কথা বলতে আসলে গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে ক্ষুব্ধ হয়ে যান মেয়র। সাংবাদিকদের তিনি প্রশ্ন করেন, এখানে এমন কী হয়েছে যে আসতে হবে, ফাউল কোথাকার! পরে পরিচ্ছন্নকর্মীদের সাথে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে আন্দোলনকারীদের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস ও সাধারণ সম্পাদক কিশোর লাল সহ সেখানে উপস্থিত মামুন চন্দ্র দাসকে চাকরি থেকে বহিষ্কারের হুমকি দেন। এসময় নগর মাতা আইভীকে হাতজোড় করে অনুনয় বিনয় করে বলার পরও শান্ত হননি তিনি। পাশাপাশি নগর প্রশাসনের বর্জ্যব্যবস্থাপনার দায়িত্বে থাকা সুপারভাইজার শ্যামল চন্দ্রকে এমন পরিস্থিতি কনে সৃষ্টি হল জানতে চেয়ে সাসপেন্ডের হুমকি দেন মেয়র আইভী।এসময় মেয়র আইভী বলেন, গত তিন মাস আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরদের সচিব ও পরিচ্ছন্নকর্মীদের বেতন বাড়ানো হয়েছে। তবে ফান্ডে টাকা না থাকায় তিন মাস ধরে কাউকেই বর্ধিত বেতন দেওয়া যাচ্ছে না। আর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সহ কোন সিটি করপোরেশনেই পরিচ্ছন্নকর্মীরা চাকরিতে স্থায়ী না। সরকার কাউকেই স্থায়ী করে নাই, তোমাদের আমি রাখলেও রাখতে পারি, নাও রাখতে পারি। এই নগর ভবনে ময়লা ফেলার দুঃসাহস দেখালে কেন? আর ভাত খাইতে ভাত পাওনা, আন্দোলন কর, এত দামি মোবাইল পাইলা কই? এদিকে চাকরিচুত্যের হুমকির শিকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ওয়ার্কর্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল নারায়ণগঞ্জের আলোকে বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করি। বিগত দিনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। আজকে মেয়র আইভীকে নগর ভবনে অবরুদ্ধ করে আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার কথা বললে তিনি আমাদের ওপর চড়াও হয়ে পরেন। তিনি বলেন আমাদের বেতন আরো তিন মাস আগে বাড়ানো হয়েছে। তবে আমরা সেই বেতন পেলাম না কেন? আর তিনি বললেন সিটি করপোরেশনের টাকা নাই। এই করপোরেশনের এত টাকা ইনকাম হয় এগুলো যায় কোথায়? আমাদের টাকা দেওয়ার সময় টাকা থাকে না, অথচ বড় বড় প্রকল্প চালিয়ে যাচ্ছে।এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, আসলে মেয়র আইভীকে অবরুদ্ধ করা হয়েছে বিষয়টি এমন না। পরিচ্ছন্নকর্মীরা বেতন-ভাতাসহ ৬দফা দাবিতে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। পড়ে তাদের বুঝিয়ে সড়িয়ে নেওয়া হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি লাইভে দেখা গেছে মেয়র প্রস্থানের সময় পরিচ্ছন্নকর্মীরা নাসিকের মূল ফটক আটকে তাকে অবরুদ্ধ করেন। এই বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাকে কিছু সময়ের জন্য পরিচ্ছন্নকর্মীরা ঘেড়াও করেন। এসময় তাদের নিবৃত করে সড়িয়ে মেয়রকে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।